হয়তোবা দ্বীনের দাওয়াতটা সম্পূর্ণ হতে পারেনি।
শির্ক হতে পবিত্র হওয়ার কথাটা খুলে খুলে বলতে পারি নাই
ঈমানের অংশগুলি এখনো অধরা রয়ে গেছে
মোয়ামেলাতের অংশটুকুন স্পর্শহীন ধূলায় ধূসরিত
মুয়াশারাতের অধ্যায়ে এখনো আসাবিয়াত
হয়তোবা ভুলেই গেছি মানসুর হাল্লাজের প্রতি ভক্তি হারালেও
ধ্বসে পড়ে না কোন স্তম্ভ
গংগুহের কোন বুজুর্গের নাম না জানা থাকলেও বাঁধা পড়ে না ইসলামের পথ চলা ।
হয়তো ভুলেই গেছি যদি কেউ আমাকে বিদয়াত বলে থামাতে চায়
আমারও জানার অধিকার আছে সুন্নাত কোনটি ?
আমার ফরজের চেয়ে বেশি দামী হয়ে গেল কি না মুস্তাহাব!
অথবা আমার মুস্তাহাবের চেয়ে কম দামী হয়ে গেল অপরের ফরজ!
হিস্যারা মুখের দিকে তাকিয়ে থাকে ।
এতো বেশি বুজুর্গী দেখে হতবাক তরুলতা!
মুমিন মুমিনের ভাই হবার বদলে উচ্ছেদের অভিযান
থলে হতে বের করে দেয় সহসা তাকফিরি বুলেট
নতুবা আল্লাহর দুশমনকে ভাই বলে বন্ধু বলে গ্রহণের নির্লজ্জ পায়তারা
বুঝে আসে নাই মাড়ির দাত অথবা ইসলামের রজ্জু।
আমি হয়তো বুঝতে পারি নাই
শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সংখ্যা শিখলেই
শেখা হয় না আখলাক অথবা শুদ্ধতা
সোহবতের আলো ছাড়া নিষ্প্রাণ থানভি কান্ধলভি মাদানি।
বড় হতে শিখে গেছি সবাইকে ছোট বানিয়ে!
আমি হয়তো ভুলেই গেছি উম্মত কাকে বলে,
নইলে নবির কাজের বিপরীতে আমার মত হয় কি করে?