আমি কেবল বলেছিলেম -সম্প্রীতি বজায় থাক।
বলেছিলেম ঐসব বিভেদের কথা থাক,
ঐ কথা তোলা থাক, ভুলে যাব যুগে যুগে ।
কস্মিনকালেও আর প্রয়োজন হবে না নতুন করে
ফিরে ঐ কুৎসিত চেহারা দেখার ।
অথচ তুমি সেদিন বলেছিলে- ভিনদেশী বারুদ
আহা কি শব্দ ফোঁটায়, আহা কি গন্ধ বিলায়!
তার দেহে বিমোহিত পার্বণের গান ।
সেদিন অন্ধ হয়েছিলে বলেছিলে-
তুমি তার কেনা গোলাম,
সে যাই বলে সেটাই সঠিক,
আর কিছু নাহি দেখিবার।
বলেছিলেম তবুও থাক, থেমে যাক ।
রক্তক্ষরণে বুকের উপর যে ঝড় গেছে যাক;
তবু তুমি ফিরে এসে বলো আমরা নিজেরাই
একসাথে বসে আবার হয়ে যাই একাকার ।
অথচ তুমি বলেছিলে -কেনা গোলাম, তোমার আর
কি আছে ভাবিবার!
অতঃপর তুমি নির্ঘাত সেই পথের কবলে
বলে গেলে বিদেশী বারুদ আহ কি শব্দ কি সুর তবলায় !
জানতে পারো নাই কি করে দেশি বুকগুলো ঝলসে যায় ।
এবার বিচারের ভার দিয়ে গেলেম তোমায় ।