আমি এখন জলের মত সুলভ।
হয়তোবা শুদ্ধতার মাঝে নিজেও পাই না
গভীরতার পরিমাপ,
দ্বিধা দন্দে ভুগি -সহ্য হতেও পারে নাও পারে।
ঢেউ এলেও সেই একই ছন্দে
দোলাতে থাকি প্রতিবিম্ব তোমার,
দেখতে বেশ খানিকটা অভয়ারণ্যের তুমি!
বুঝতে গেলেও তুমি যা বুঝ বলতে থাকি সেভাবেই ।
আমি এখন জলের মত ।
জলজ হয়ে বাঁচতে বাঁচতে ভেসে যাই ।
তোমার মুখের ছবিতে আমার ছাপ নয়তো
আমার অস্তিত্বে অবিচ্ছিন্ন তুমি!
আমি এখন একেলা থাকলেও
ভরদুপুরে বুকের ভিতরে নেমে পড়ে
অস্থির অহর্নিশ অনাবাসী,
জলের ভিতে গড়ে উঠে সভ্যতার সোপান ।