ইয়া নবী
   মোঃ রফিকুল ইসলাম

মুহাম্মদ  মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ (সঃ)
তুমি মা আমিনার পরশ মণি
মুমিন লোকের চোখের মণি
আরব মরুর আলোর দিশারী।
মুহাম্মদ  মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ (সঃ)....

যাযাবর ছিল ঐ আরব লোকালয়,
ঐশী বাণী পেলে তুমি খোদার করুণায়।
তোমার শানে পড়েন দরুদ মহান তিনি---
মুহাম্মদ  মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ (সঃ)....

বিলিয়ে দিলে জীবন তোমার খোদারই প্রেমে,
ইসলাম কায়েম করলে তুমি বিশ্ব জাহানে।
আশেক তুমি খোদা তায়ালার বিশ্ব নবী।
মুহাম্মদ  মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ (সঃ)....

খোদারই মুলাকাতে মিরাজ গমন,
জাহান্নাম দেখিয়া কাঁদে তোমার ঐ মন।
তোমারই চোখের পানি ঝ্বড়ে শুধু উম্মতের লাগী।
মুহাম্মদ  মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ (সঃ).....

রক্তের ধারা বয়ে গেল মরু বালুকায়
খোদার হুকুম করলে জারি পবিত্র কাবায়।
দিখন্ডিত হলো চন্দ্র ইশারায় তোমারই।
মুহাম্মদ  মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ (সঃ).....

ইসলামের আলো যখন ছড়ায় ভূবনময়
ঐ কাফের ও বেইমান তোমায় বদ করিতে চায়।
ঐ মদিনার কমলিওয়ালা বাদশাহ নবী।
মুহাম্মদ  মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ (সঃ).....

খোদার হুকুমে করলে হিজরত ইয়াসরিব হেতায়
সোনার মদিনা হলো যে সে তোমার পদধূলিকায়।
মুহাম্মদ  মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ (সঃ).....