ফুলের মালা পরে খোকা
খুকির পাশে ঘুরে।
সেই খুকিটা মালা দেখে
কান্না দিলো জুড়ে।

চোখের পানি গড়গড়িয়ে
নাক দিয়ে তার পড়ে,
মাগো আমায় একটি মালা
ফুল দিয়ে দাও গড়ে।

ফুলের মালা না দাও যদি
যাবো আমি মরে।
মরে গেলে লাশটি আমার
নিও কাঁদে করে।

একটি মালার জন্য তুমি
মরবে কেন বলো?
ঐ মালাটা ভাল্লেগেছে
আমায় দিবে চলো।

ছেলের কাছে গিয়ে মায়ে
বলল ওরে খোকা।
তাড়াতাড়ি ঐ মালাটা
ব্যাগের ভেতর লোকা।