আলেমের মরণ হলে
আলমের মরণ হয়।
শুনা যায় মৃত্যু এলান
মনে যে লাগে ভয়।
দুই দিনের দুনিয়াতে
আমরা যে মুসাফির,
জীবনের প্রয়োজনে
গড়েছি ছোট্ট নীড়।
এ নীড়ের মালিক আছে
দুনিয়া আমার নয়,
এ ধরায় বসত করে
জীবনের হচ্ছে ক্ষয়।
এভাবে যাচ্ছে চলে
কুরআনের পাখিরা
আলেমগণ দলে দলে
দিচ্ছে যে হাজিরা।
তুমি দয়াময় প্রভু
চাই তোমার করুণা,
ঈমান না দিয়ে মোরে
আমাকে মেরো না।