ভুল দিয়ে যার জীবন শুরু
ছাড়বে না ভুল তাহার পিছু,
এই জীবনে শুদ্ধ বলে
জুটবে না আর তাহার কিছু।
হাতের কাছে পদ্ম দলে
নেয় যে কাঁটা বুকে তুলে,
কেমন করে সেই নরাধম
পদে পদে না হয় নিঁচু?
আলো ফেলে আঁধারমাঝে
হাতড়ে মরে প্রভাত-সাঝে,
সেই সে বেভুল কেমন করে
হবে সুখের প্রেম-পিয়াসু!
আসল দেবীর চরণ ভুলে
মেকি দেবীর বেদীমূলে
অঞ্জলি দেয় যে অভাগা
পায় কি দেবীর আশীষ কভু?
ধাইলে জীবন এমন ভুলে
সুখ যাবেই রসাতলে
ডুববে একদিন গঙ্গাজলে
যতই ডাকো ঈশ্বর প্রভু।