আসিবে তো জানি, হে অচিন অতিথি
কোন সে মাহেন্দ্রক্ষণ কোন সে তিথি?
যে পবিত্রক্ষণে আলো উঠিবে ফুটিয়া
দলে দলে বিহংগ আসিবে জুটিয়া
খুশির দোলায় দুলিবে তরুলতা বনবীথি।
থেকে থেকে গগন উঠিবে ঝলকিয়া
ক্ষণে ক্ষণে সাগর উঠিবে ছলকিয়া
চারিদিকে সজোরে বাজিবে মাদল
শত শত ফুটিবে রংগীন শতদল
সমস্বরে ধরিবে সকলে তব আগমন গীতি।
রয়েছে চাতক মন কত তব প্রতীক্ষায়
হয়েছে ব্রতী সকলে ধৈর্যের পরীক্ষায়
ত্বরা করে তুমি পড় না আসিয়া
আনন্দভেলায় মোরা যাই ভাসিয়া
এসে প্রাণে প্রাণে বিলাও সজীবতা প্রীতি।