সুখের খোঁজে ঘুরে যে বেড়াও তোমরা
জানো কোথায় থাকে সুখের প্রাণ-ভোমরা?
সুখ নাহি থাকে উঁচু উঁচু প্রাসাদের ছাদে
নাহি পাবে মঙ্গলে, নাহি বাসে চাঁদে।
এভারেস্টেও পাবে না তুমি সুখের রেণু
সুখ নহে সেতার, সুখ নহে বেণু।
সুখ মানে নয় হোমরা চোমরা।।
সুখ মিলে প্রিয়জনের বাঁকা অধরে
প্রণয়ের গলাগলি, মনের কদরে।
আবেশে বুকে টেনে নেওয়াতে
কোন চাওয়া নয়, শুধু দেওয়াতে।
সুখ মানে আমি তুমি আমরা।।
(এক্ষণে, অদ্য, সিডনি)