ও যে মানুষে সুখে থাকতে কিলায় দুখের ভুতে
সেই নরাধম পায় কি কভু সুখের আকাশ ছুঁতে?

যে জন সুখসাগরে ভেসেও করে সুখের অন্বেষণ
সে জনের সুখপাখি দর্শন শুধুই অলীক প্রহসন!
এদের সুখের ভেলা দুখে ভাসে শুধুই একটি ফুঁতে।।

সুখ ও দুখের ফারাক জ্ঞান নেই যেই মানুষের জানা
ও মন সবল ধবল চোখ থেকেও সেই যে মহা কানা।
সুখের আশায় সুখ যে ফুরোয় নিদহীন নয়ন-ভ্রূতে।।


(সিডনি, অস্ট্রেলিয়া। ডিসেম্বর ২০, সন্ধ্যা ৭ঃ৫৬টা)