এ রঙের জনম, সদা রবে না এমন
দুঃখ-তাপে ভীষণ
রঙের হবে শোষণ
সেদিন হবে দূষণ, তব সুখের ভূষণ।
এ দুঃখের দহন, সদা নয় বহন
সুখের শিহরণ
ফেলবে শ্রীচরণ
জাগাবে অনুরণন, শীতল সুখের বর্ষণ।
জেনো দিবা তপন, করে নিশি বপন
দীপ্ত অরুণ-কিরণ
করে অম্বুদে হরণ
নাশিয়া দিবা স্বপন, করে হৃদি কর্ষণ।
আজ কষ্টের যাতন, কাল সুখের মাতম
দুঃখে করিলে যতন
লভিবে সুখের রতন
এড়িয়ে সকল পতন, পাবে সুখের দর্শন।
সিডনি, অস্ট্রেলিয়া
১৭/০৬/২০২১ খ্রি. রাত ৯.৪১টা