সৃষ্টিকর্তার কৃপা পেতে
কে বলে রে অলি হতে?
দরকার শুধু নিবিড় মনে চেষ্টা সাধন।

কে বলেছে হতে আলিম?
কী প্রয়োজন সেরার তালিম?
শর্ত কেবল পূর্ণ তরে মনের বাঁধন।

কী দরকার হবার হাফিজ?
পাবার তরে পড়তে তাবিজ?
নিছক চেষ্টা টুকু করো একটু পরিবর্ধন।

কী প্রয়োজন পীর মুর্শিদে?
প্রসাদ মানত মাজার মসজিদে?
ঘরের কোণে বসে করো সব আরাধন।

চললে পরে সরলপথে
চড়বে প্রভুর অতল রথে
মনের কোনে পুষে রাখো এ আকিঞ্চন।

(অদ্য, এক্ষণে, সিডনি)