সেদিন বসেছিলাম নদীর কূলে
একা, নীরবে, নির্জনে
কখন যেন আনমনে
উঠেছিল হৃদয় বেদনায় দুলে।
কত কাছে ছিলে তুমি
দিয়েছিলে হৃদয় চুমি'
আজকে শুধু একা আমি
ভাসি ব্যথার অশ্রুজলে।
আর কি কভু হবে দেখা
হবে চোখে চোখ রাখা
নাকি সারাজীবন রবে ফাঁকা
তোমার আমার মিলনস্থলে।
থাক তুমি মহাসুখে
প্রিয় মানুষ নিয়ে বুকে
সকল দেনা যাকগো চুকে
থাক সুখের রংমহলে।