ওগো আমার জনম জনমের প্রেয়সী!
জানি, আমার মতো অপদার্থকে ভেবে
যথেষ্ট সময় নষ্ট করার মতো সময় নেই
তোমার হাতে।
বছর-ভর আমাকে নিয়ে ভেবো
এই কথা বলার তাই কোন ফুরসতই নেই।
বছরে অন্তত ১২ বার তো আমাকে সময় দিতেই পারো।
আমাকে স্মরণ করো বৈশাখ মাস জুড়ে
আর, জৈষ্ঠ মাস মাস জুড়ে..
এভাবে চৈত্র মাস পর্যন্ত বছরে মাত্র ১২ বার।
তাও কি তোমার কাছে বড্ড বেশি ঠেকছে?
ঠিক আছে, তাহলে বছরে অন্তত ছয়বার?
আমায় নিয়ে ভেবো - যখন গ্রীষ্মের খরতাপে পুড়ে
তোমার জীবন ওষ্ঠাগত হবে।
আমি কথা দিচ্ছি, এতে তোমার দেহমন সতেজ হবে।
এমনিভাবে, আমার স্মৃতি রোমন্থন করো
সারা বর্ষাকাল জুড়ে।
অঝর শ্রাবণধারা তোমার মনকে
বৃষ্টিবিগলিত করবে জেনে নিও।
এভাবে শরত, হেমন্ত, শীত ও বসন্তেও
আমাকে স্মরণ করতে ভুলো না।
এতে আদতে তোমারই লাভ হবে।
আহা! তাও যদি সহ্যের বাইরে মনে হয়
তবে না হয় বছরে দু’টো দিন আমাকে দিও।
শুধু দু’টি দিন-
যেদিন বৃষ্টি হবে সেদিন
আর যেদিন বৃষ্টি হবে না সেদিন।
বছরে মাত্র দু’টি দিনতো আমি তোমার কাছে চাইতেই পারি বলো!
বাদলদিনে আমায় স্মরণ করে তুমি
দু’ফোটা অশ্রু ছড়িয়ে দিও কান্নাভেজা বাতাসে।
আর সৌরোজ্জ্বল দিনে
আমার ব্যর্থ প্রেমের ইতিহাস
তোমার মনের আকাশে ছড়িয়ে দেবে অবাধ খুশির রঙধনু!
কী? আমার জন্য দু’দিনও তোমার অপচয় মনে হয়?
ঠিক আছে। তাহলে বছরে মাত্র একটি দিনই
আমার জন্য তুমি বরাদ্দ করো।
যেদিন সূর্য উঠে শুধু সেদিনই তুমি আমায় নিয়ে ভেবো।
সূর্য না উঠলে আমাকে নিয়ে ভাবার দরকার নেই তোমার।
আশা করি এত অল্পতে অন্তত তোমার কোন আপত্তি নেই!
(এক্ষণে, অদ্য, অত্র)