আমার আজি মন ভালো না মন ভালো না
কিসের ব্যথা হৃদয়-মাঝে
উথাল-পাথাল প্রভাত-সাঁঝে
জানলে তোমরা কেউ বলো না কেউ বলো না।।
নয়ন পরে নিদ আসেনা নিদ আসে না
নিশি পোহায় প্রভাত আসে
আঁধার শেষে সূর্য হাসে
(তবু) আমার চোখের নিদ নাশে না নিদ নাশে না।।
কোন কাজে মন বসে না মন বসে না
মাথা গরম মেজাজ চরম
ত্যাজি আরাম চালাই পরম
চেষ্টা তবু, প্রাণ হাসে না প্রাণ হাসে না।।
কোথাও আমার মন মজে না মন মজে না
বাদল-ধারার রিনিঝিনি
আকুল হাওয়ার ফিস্ফিসানি
মনের গোপন ছেঁড়া-তারে সুর সাজে না সুর সাজে না।।
কোন কিছুই ভাল্লাগে না ভাল্লাগে না
ভাল্লাগে না আলোর খেলা
ঊষা কিংবা অস্তবেলা
পদ্য কিংবা গানের কলির তাল লাগে না তাল লাগে না।।
মনের কথা কেউ বোঝে না কেউ বোঝে না
কেউ রাখে না মনের খবর
হৃদয়-পরে আপন কবর
খুঁড়ি নিতুই, সে ব্যথা তো কেউ খোঁজে না কেউ খোঁজে না।।
আমি একা আমার বুঝি নেই ঠিকানা নেই ঠিকানা
চলছি ধেয়ে কোন সে পথে
অজানারই অগ্নি-রথে
কোথায় আছি কোথায় যাব নেই নিশানা নেই নিশানা।।
কোথায় সবে আছিস তোরা আমায় পেতে দে সেই বিছানা
যেথায় ধরার মিছে বাঁধন
নেইকো যেথা স্বার্থের কাঁদন
সেই শয়নে আমার শু'তে আজ বুঝি আর নেইকো মানা।।
(২৭/০৩/২০১৪, রাত ১২।২৯টা
শিগা, জাপান)