রোজা মানে শুধু পানাহার বন্ধ নয়
রোজা মানে কামাচারও বন্ধ
পাপাচারও করা যাবে না হে মুমিন
এ নিয়ে মনে নয় কোনো দ্বন্ধ।
রোজা মানে জিহবার সঞ্চালনে
টানতে হবে জোর রাশ
রোজা মানে চোগলখুরি গিবত
করতে হবে নাশ।
রোজা মানে হিংসা বিদ্বেষ
করতে হবে সাফ বন্ধ।
রোজা মানে ভারী পর্দা
দিতে হবে চোখে
সর্বশক্তিতে চোখের জেনাকে
দিতে হবে রুখে
তার চেয়ে বড় মনের পর্দায়
ঢেকে রাখো সব রন্ধ্র।
রোজা মানে নয় অতিভোজন
রোজা মানে নয় অপচয়
রোজা মানে দীন দুঃখীর
পেটে খাদ্য নিশ্চয়
রোজা মানে শাহি সেহরি ইফতার
বিনাশে রোজার ছন্দ।
রোজা মানে কেনা কাটায় নয়
দিনভর ব্যস্ত থাকা
রোজা মানে দামি পোশাক পরে
নয়তো সুগন্ধি মাখা
রোজা মানে জিকির বন্দেগি
রোজদারের মুখের গন্ধ।
সূত্র: আজকের জুমার খুতবাহ