শোনো গুরুর বাণী
যার তার সাথে যে সে মিলে
শুঁটকির সাথে বেগুন মিলে
রাজার সাথে রানী।
গুরু-বাণী হয় কি কভু বাসি?
যে নারী পতি ধনে
চাকর মানে রাতি দিনে
আদতে সে নিজে বনে দাসী।
আর মেনে গুরুর বাণী
যে পতিকে বসায় রাজাসনে
সে নারী রহে রাজা সনে
আপনি সাজে প্রণয়-রাজ্যের রানী।।