পিচঢালা রাজপথ ধরে তুই চলে গেলি
নিঃসঙ্গ অসহায় আমাকে পেছনে ফেলি।
জানতেও চাইলি না তব চলে যাওয়াতে
কী ব্যথা বেজেছিল শীতার্ত হাওয়াতে
হারিয়েছি তোরে কী নিবিড় পাওয়াতে
তাই চেয়ে রই সকরুণ আঁখি মেলি।।
অপলক চেয়েছিলাম তব পথের পানে
মম মায়া যদি তোকে ফিরিয়ে আনে
নতুবা অন্য কোন এক স্মৃতির টানে
ভাবি, এই বুঝি তুই ফিরে এলি।।
না, একটুও টলেনি তব দৃপ্ত পদ
কিয়ৎ অভিমান তখনো হয়নিতো রদ
বুকে বহিয়ে অশ্রুর অপার এক নদ
চলেই গেলি ছলনার খেলা খেলি।।
(১১/০৩/২২, সন্ধ্যা ৭:২৩, সিডনি)