জীর্ণ কপোলে কৃষ্ণ শ্মশ্রুতে হয়ো না বিভ্রান্ত
ভেবো না রবি মধ্যগগণে, যদিও প্রায় দিনান্ত।
সময় বাকি আছে ভেবে বসে  রবে হে পান্থ!
ভবিষ্য সুখের সওদা সঞ্চয়ে হয়ে যাবে ক্লান্ত।

সাদার উপর লাগিওনা তুমি কৃষ্ণতার দাগ
সত্যের উপর দিও না তুমি মিথ্যার সংলাগ।
কৃত্রিমতায় বদলে ফেলো না প্রকৃতির বাগ
দুধ-কলা দিয়ে ডেকোনা তুমি বিষধর নাগ।

এহেন বিচ্যুতি তোমাকে দেখাবে ভ্রান্ত পথ
সুপথ হারিয়ে কুপথে হাঁকাবে জীবনের রথ।
প্রকৃতিকে অবিকৃত রাখার তাই করো কসরত
শুভ্রকে সদা শুভ্রতার দামে কিনিও আলবত।

(এক্ষণে, অদ্য, সিডনি)