কালের অবাধ প্রবাহে
কেটে গেল অজস্র-ক্ষণ
৩৬৫টি দিন -
কিংবা বারোটি মাস -
একটি বছর।
ইতোমধ্যে –
কত নদী অজানায় মিশে গেছে,
কত সন্তান শূন্য করেছে মায়ের বুক,
কত পুষ্প অসময়ে পড়েছে ঝরে,
নীলাকাশচ্যুত হয়েছে অজস্র নক্ষত্র,
কত ঝর্ণা হারিয়েছে তার চলার পথ,
কিংবা বিহঙ্গী হারিয়েছে তার মায়াবী-তান,
কত রঙীন স্বপ্ন হয়েছে বিবর্ণ,
শ্যামল বৃক্ষরাজি হয়েছে পল্লবহীন-
সুশোভিত পর্বতমালা হয়েছে ধূসর, নীরব।
কিন্তু তোমার প্রিয় মুখের স্মৃতি
এ হতভাগার বুকে আজো হয়ে রয়েছে
শাহজাহানের তাজমহল-
মর্মরিত মধুবন-
গুঞ্জরিত বিহঙ্গ-
কিংবা হর্ষনৃত্যে পথচলা চপলা ঝর্ণা
স্নিগ্ধ শ্যামল মরূদ্যান –
কলকাকলি-মুখরিত মায়াবী জনপদ
কোন কালে, কোন ক্ষণে
তা হবেনা
এতটুকু ম্লান -
জৌলুসহীন।।
(আজ আমার পরলোকগত সহোদরার ২৪তম মৃত্যুবার্ষিকী। উপরোক্ত কবিতাটি তার ২য় মৃত্যুবার্ষিকীতে লিখিত। মহান আল্লাহ পাকের কাছে তার আত্মার শান্তি কামনায় সকলের নিকট দোয়াপ্রার্থী)