এ জীবনে প্রিয়া তোমায়
হয়তো কভু পাব না
তবু তোমার প্রেমের ঋণ
কভু ভুলে যাব না।।

তব প্রেমের ছোঁয়া পেয়ে
ফুটেছে আমার হৃদি-ফুল
তব হৃদয়-তরীর পরশে আমি
পেয়েছি জীবন-নদীর কূল।
(আজি) খরস্রোতা নদী-তরঙ্গে
সে কূল গেছে ভেঙ্গে,
আমার কপাল ভাসে
অপয়া তরীর দোষে
এ অপবাদ ভুলেও আমি দেব না।।

ভালোবেসে আকাশের চাঁদকে
কে না বল কাছে পেতে চায়?
গগন ছেড়ে সে তো আসে না মর্ত্যে
তার পরশ মন না রাঙায়।
চাঁদের এমন বঞ্চনায়
মন তবু চঞ্চলায়,
তাকে না পাওয়ার বেদন-বাঁশি
মন কাঁদায় অহর্নিশি
তবু তাকে পাওয়ার আশা কভু থেমে যায় না।।

((স্থান: কক্ষ নং-৩২৪, ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
তারিখ: ৭ ই মে, ২০০১ রাত ৯.৩৫টা))