তার দিকে আমি এক পা এগিয়ে এলাম
সে আমার থেকে দুই পা পিছিয়ে গেল
আমি একটি মিষ্টি হাসি দিলাম তার সুন্দর মুখপানে চেয়ে
সে চোখ কটমট করে তার বিরক্ত মুখটা ফিরিয়ে নিল
তাকে একনজর দেখতে আমি পথের উল্টো পাশ দিয়ে এলাম হেঁটে
অযথা সে বাম আইল ধরে আমাকে পাশ কাটিয়ে চলে গেল
আমার রাত জেগে যত্ন করে লেখা প্রেমপত্রটিকে
সে পথের ঠিক সেই জায়গায় কুটিকুটি রেখে দিল
যে জায়গায় তার বান্ধবীর হাতে আমি এটা দিয়েছিলাম
অনেক প্রত্যাশা নিয়ে তার কাছে মোবাইল নম্বরটা চাইলাম
সে অন্তহীন একটা অমূলদ সংখ্যা লিখে আমায় ধরিয়ে দিল
আমি তার দরবারে একটি হৃদয়-খচিত প্রেমের মালা পাঠালাম
সে আমায় পাঠাল ফাঁস-চিহ্নিত একটি লম্বা শক্ত দড়ি
আমি বললাম, মস্ত ভালোবাসি
উত্তর এল, আস্ত কালো খাসি
মনের দুঃখে তাকে একটা বিরহের গান লিখে পাঠালাম
সেও আমাকে পাঠালো বটে, তবে একগাদা খিস্তিখেউড়
তারে শেষ দেখা দেখার জন্য আমি আজো বসে আছি
শুনতে পাই, সে বসে আছে আমার শেষ দেখার জন্য।