ওরে ও ভাই পরবাসী, ওরে ও ভাই অভিবাসী!
ভিনদেশে আসি, ভুলে কি গেছ আপন দায়িত্ব?
স্মরণ করো কোথায় ছিলে, কেনই বা এই দেশে এলে
কত দিনের ভিসা পেলে, কতটুক স্থায়িত্ব।।
মনে নাই কী ছিল কথা, কে তোমায় পাঠালে হেথা?
তাহা কি ছিল অযথা, নাকি আছে গুঢ় তত্ত্ব?
ভিনদেশের সুরোয় জমে, ভুলে গেছ পুরোদমে
কোন কারণে পরভূমে, ছিল কী শর্ত।।
হেথা শত বন্ধুর মেলা, সকাল-সন্ধ্যা রঙের খেলা
হেসে গেয়ে ধায় যে বেলা, ফুরফুরে চিত্ত!
(দেশে) শত শত পাওনাদারে, সৌজন্যের ধার না ধারে
পুলিশও ঘোরে দ্বারে, টহল দেয় নিত্য।।
রং-তামাশা করে বর্জন, করতে হবে ঢের উপার্জন
নইলে শুনবে তর্জন-গর্জন, হারাবে মধুর রাজত্ব।
ফুরিয়ে গেলে ভিসার মেয়াদ, গুণতে হবে ফেরার প্রমাদ
একদন্ড পাবে না রেয়াত, দেখবে না কিঞ্চিত মহত্ত্ব ।।
(তাই) মেয়াদ ফুরোবার আগে, পাঠাও কড়ি মোটা দাগে
থাকতে হলে কুসুমবাগে, পেতে পরম মমত্ব।
কিনতে হবে রিটার্ণটিকেট, দিতে হবে কাস্টমসের ভ্যাট
নুনেভাতে ভরতে হবে পেট, এর চেয়ে নেই মহাসত্য।।
সিডনি, অস্ট্রেলিয়া