দিনমান ভাবি কতো
তোমায় দেবার মতো
(হায়!) নেই যে কিছু মোর।
(তাই) বসে আছি রিক্তহাতে
পাখিডাকা ঊষাপ্রাতে
হাসবে কখন রক্ত-ক্ষরা ভোর।
বিদায় তোমায় দেবার তরে
অস্তরবির উদয় পরে
শূন্য করে আমার হৃদয়পুর।
শুধু প্রীতি-রেণু দু’হাত ভরে
দিলাম আমি তোমার করে
ক্ষমো তুমি আমায় বেকসুর।
চোখের আড়াল হলেও জানি
ভুলবে না তো এটুক মানি
আমা প্রেমে রইবে যে বিভোর।
আসবে কবে হেথা ফিরে
হৃদয়-নদীর আপন তীরে
ছড়িয়ে তব চপল বাহুডোর।
সে অপেক্ষায় ক্ষণে ক্ষণে
রইবে খোলা মনে মনে
আমার প্রাণের দোর।।
১০০৬ ফহ, ঢাবি
৭/১২/১৯৯৯, দুপুর ১২.৩৫টা