হে মালিক! পাপী আমি ধরাতে তোমার,
তবু আমি কামি রহমত - তব করুণার।।
হে প্রভু! পাপ করেছি আমি বেশুমার,
তব করুণাধারা জানি অধিক অপার,
তব রহমত তরীতে করিও মোরে পার।।
অধম আমি - তাই তোমায় বুঝিনি,
তুমি আছ কোথায় - সে তো খুঁজিনি
যাচিনি কত বিশাল তব দয়ার ভাণ্ডার।।
তাই হয়েছি পাপী, হয়েছি অনুতাপী
তোমার দয়া মাগি, তব করুণার লাগি
হে রহমান রহিম! ঘুরি আজ দ্বারে দ্বার।।