তুমি চলে গেছ বলে যাওনি
আমার ভালোবাসা সাথে নাওনি
বেদনায় তাই মন হয়েছে যে নীল
শূন্য লাগে আজি বিশ্বনিখিল
সে কথা তুমি বুঝিতে চাওনি।।
বিদায়বেলায় তোমায় একটি নজর
দেখবো বলে গুনেছি কত বিষন্ন প্রহর
আমার আশার নীড় করে বিষময়
চলে গেছ তুমি বড় অসময়
ক্ষণিকের তরে তুমি আমায় দেখা দাওনি।।
বেদনার বিষবাণে বিদ্ধ হয়ে
আমার অনন্ত সময় যাচ্ছে বয়ে
এতটুকু আশা নিয়ে বেঁচে আছে মন
একদিন আসবে সে মধু-লগন
কাছে ডেকে বলবে আমায় দুঃখ দিতে চাওনি।।
ফহ, ঢাবি
১০/১২/১৯৯৯ খ্রি., সকাল ১১.২০টা