ও সময়, তুমি কেন আরেকটু আস্তে চলো না
যাচ্ছ বয়ে এত দ্রুত, তেমন কিছুই করা হলো না।
এই তো সেদিন ছিলেম মায়ের কোলে
কথা কইতাম আধো আধো বোলে,
ছেও মুরগির গল্প কয়ে মা পাড়াতেন ঘুম,
ভালোবাসা স্নেহ মেখে, গালে দিয়ে চুম।
ক’দিন পরে ডাঁটা-শাখায় করতাম লাাফালাফি
তারও পরে বরষা-জলে চলতো ঝাঁপাঝাঁপি।
মাত্র সেদিন মাঠে মাঠে বেড়াতাম শুধু খেলে
পাখির বাসার ধ্যানে ছুটতাম বন-জঙ্গল ঠেলে।
আরও কত খেলার ছিল, আজো খেলা হলো না
হায়! কেন সময় ছুটছো বেগে আমায় বলো না।
এইতে সেদিন মাড়িয়েছিলাম বিদ্যালয়ের মাঠ
এইতো সেদিন আওড়েছিলাম বাল্যশিক্ষার পাঠ
ওইতো সেদিন করেছিলাম গাছের বড়ই চুরি
হঠাত্ করেই পেরিয়ে গেছে বয়স ঊনিশ-কুড়ি!
মায়ের বাঁধন ছিন্ন করে সেদিন এলাম ঢাকা
এরই মধ্যে জীবননদীর কূল হয়েছে বাঁকা!
হঠাত্ কখন চুল দাঁড়িতে ধরেছে হায় পাক?
বলিরেখার অলিগলি করছে হতবাক।
হে অস্তগামী সূর্য! তুমি একটু আস্তে ঢলো না
কতকিছুই করার বাকি, করা হলো না।।
(অদ্য, এক্ষণে, সিডনি)