একদিন যদি নাই পাই মোরা তব নিয়ামত,
এ জীবনে নেমে আসে যেন রূদ্র কিয়ামত।।
একদিন যদি না মিলে তব অসীম দয়ার জল
তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত হয়, হারায় দেহের বল।
এক দন্ড যদি না বহে তব পরম অনুগ্রহ-বায়ু,
আজরাঈলের নিঠুরাঘাতে মূহর্তেই টুটে আয়ু।
তবু তোমায় রাখিনা স্মরণে, করি না ইবাদত।।
প্রতিদিন যে সূর্য দেখি, হঠাৎ তা যদি না উঠে
সহসা যদি বীজ হতে আর অংকুর নাহি ফোটে,
কালোমেঘে আকাশ ফুঁড়ে নাহি যদি ঝরে বৃষ্টি
কীভাবে রবো বাঁচিয়া মোরা, টুটে সব অনাসৃষ্টি?
তবু আমানতের বুঝিনা কদর, করছি খিয়ানত।।
(এক্ষণে, অদ্য, সিডনি)