এ মহাবিশ্বের সবকিছুই নিয়ম মেনে চলে
নিয়মের এতটুকু হয়না ব্যত্যয়
ইহাই প্রকৃতির অটল প্রত্যয়
কোন কিছুই টলে না, অদৈব ছলে বা বলে।

নিত্যতা সূত্র-অনেক নিয়মের অন্যতম
শক্তি বলো কিংবা ভর
এ নিয়মেরই পথিকবর
পরিমাণে যাদের হয় না বদল ন্যূনতম।

এ মহাবিশ্বের সকল শক্তি ও ভর সুনির্দিষ্ট
হয় না কণাসম কম বা বেশি
রূপান্তরে শুধু হয় ছদ্মবেশী
সর্বদা যোগফল একই - চিরন্তন এ বৈশিষ্ট্য।

প্রতিটি মানবের হাসি, কান্না কিংবা রিজিক
সতত নিত্যতা সূত্র চলে মেনে
পরিমাণে স্থির রয় সবার জীবনে
জীবন হিতে মানতে হবে এই শাশ্বত লজিক।

ছাত্রজীবনে যদি কেহ বেশি খোঁজে সুখ
দুঃখ তাকে জাপটে ধরে পরে
ছাত্রজীবনে যে নিবিড় কষ্ট করে
(পরে) সুখের গরবে তার উঁচু হয় বুক।

জীবনের শুরুতে যে অদূরদর্শী মন
হাসির খেলায় রহে মত্ত
হায়! অশ্রু ভাসায় তার চিত্ত
সায়াহ্নে এসে হয় যবে পরম বোধন।

রিজিক তেমনি চলে অমোঘ এ নিয়মে
(তাই) খাওয়া চাই রয়ে সয়ে
নতুবা তা আসে লয়ে
অসময়ে শেষের বার্তা যমদূত পিয়নে।