দীনহীনে বাসে ভালো
আলো দিয়ে নাশে কালো
পাবে কোথাও দরদী এমন
খুঁজে সারা দুনিয়া?

আর সকলে বিত্তমাঝে
মনের মতো চিত্ত খোঁজে
ধনের চেয়ে মন যে বড়
চায় না নিতে জানিয়া।

পাবে কি একজনও খুঁজে
যে দুঃখীর দুঃখ বোঝে?
অহংবোধহীন ধন ও মানের
গর্ববোধ নেই তা নিয়া?

হয় না এমন ক্ষণে ক্ষণে
একটি মিলে হাজার জনে
অহিংসা যে পরম ধর্ম
কয়জনে নেয় মানিয়া?

আমাদের সমাজ-কোণে
আছে এমন সঙ্গোপনে
নীরবে প্রেমের বীজ
যায় যাহারা বুনিয়া।।

(১৬/০৩/২০০১, ৩.১০টা
ফহ-৩২৪, ঢাবি।)