পাখির গানে
মায়াবী তানে
এখনো উঠে কি নেচে
মায়াময় নীল আঁখি দু'টি?
দূর দিগন্তে
যেমনি দিনান্তে
সুনীল গগনে, স্বর্ণালী লগনে
উঠে রূপালী তারারা ফুটি'।।
এখনো তব আঁখিতারা
ছড়ায় কি রজতধারা?
মায়াবী নিশীথে পূর্ণ শশীতে
সোনালী জোছনায় হয় কি মাখামাখি?
তব নীল নয়নতারায়
মন মোর আজো হারায়
তব চাহনীর ঝলকে, এখনো পলকে
হৃদয় অনুভবে নীরব কাঁপাকাঁপি।।
২০/৪/২০০০, ভোর ৬.২৫
কক্ষ নং ৩৫৯, ফহ, ঢাবি