হে শুভ্র ক্ষুদ্র ফুল!
তুমি বলবে আমায় তোমার কুল?
কেমন করে রুদ্র ঝড়েও রহো এমন স্নিগ্ধ?
অন্য সকল পুষ্পরাজি দেখায় কেমন ছিন্ন-বিদগ্ধ।
বাইশটি ফাগুন কেটে গেল তোমার ঝরার পরে,
আজো গন্ধে ছোটে অলি, ঠিক তেমনি করে!
আজো কবি তোমায় নিয়ে রচে প্রেমের গান!
অগ্নিবীণা ছেড়ে ধরেন বুলবুলির তান!
কোথা হতে পাও গো তুমি এত সুধারস?
কোথা তুমি পাও গো মাটি সুফলা, সরস?
মরুভূমির মাঝে পেলে কোথা সলিল খাঁটি?
মোর হৃদয়ের পোড়া জমিন তোমার দোআঁশ মাটি?
পানি জোগায় তোমার মূলে আমার রোদন-বারি?
সৌরভ হয়ে থাকে জমে আমার আহাজারি?
শুভ্র কুসুম! বলবে আমায় কোথা তব ধাম?
ক্ষুদ্র পুষ্প! ইচ্ছা জাগে জানতে তব নাম।
নীল গগনের পরে তোমার একলা বিশাল বাড়ি?
একা বাসো, একা ভাসো সকল আপন ছাড়ি?
ঐ আকাশে ঘর বেঁধেছ ছেঁড়ে জাতি কুল?
কি নাম বললে? নীলকষ্টে নীলাভ নার্গিস ফুল?
(সিডনি, অস্ট্রেলিয়া। ০২/১০/২০১৯ খ্রি. রাত ১২.২২টা)