সেদিন বলছিলেন জীবরিল,
যেসব মুসলিম পেলো রমজানের পুণ্যশীল,
তবু তার গোনাহ করাইতে পারিল না মাফ,
সেসব মুসলিম ধ্বংস হয়ে যাক!
'আমিন' বলে তাতে সায় দিলেন ওগো উম্মত-দরদী নবী!
জানো কি মুসলমান? এ যে কী ভয়ানক ছবি!
হে খোদা! তব দরবারে শুধাই আমি অশ্রুর লোনাজলে,
আমারে তুমি রাখিও না প্রভু ওই হতভাগাদের দলে।
ইয়া আল্লাহ! আমি চাহি আজ তব মহা পানাহ,
রমজান শেষের আগেই তুমি মাফ করো সব গোনাহ।
যারা খোদা লভিয়াছে আজি জাহান্নাম হতে নাজাত,
আমারে তাঁদের দলভুক্ত করো, প্রভু এই মোনাজাত।
জাহান্নামের আগুন মম তরে আজ হতে করে দাও হারাম,
মোর নিষ্পাপ হবার উছিলা করো এ মাহে রমজান।
আমার মা-বাবাসহ যত মা-বাবা হয়েছেন কবরবাসী,
সবার কবরে ফোটাও মাওলা নাজাতের মহা হাসি।
আদম হতে আজ পর্যন্ত যত মুসলমান,
জাররা পরিমান ঈমান নিয়ে প্রভু হয়েছেন প্রয়াণ।
মহা নাজাতের অংশীদার করো তাঁদেরও সবারে
জান্নাতের বাগান বানিয়ে দাও আজ তাঁদের কবরে।
বেঁচে আছেন দুনিয়ামাঝে আজও যত ঈমানদার,
নাজাতের পথে চালিত করো হে পরোয়ারদিগার।
সবার ঈমান পূর্ণ করো দিয়ে হেদায়েতের নূর,
আল্লাহপ্রেমে সকলের হৃদয় করো মাওলা ভরপুর।
আমার মা ভাই-বোন আর নিকট-দূর সব স্বজনে
হেদায়েতের পথে তুলে দাও তুমি স্নেহের আয়োজনে।
আমার দারা পুত্র আর কন্যাগণে,
নাজাতের বীজ বুনে দাও তুমি আজ তাহাদের মনে।
গত হওয়ার পূর্বেই এ এরমজানের শেষ রাত,
জীবিত মৃত সকল মুসলিমে কবুল করো নাজাত।