ওহে সব ভদ্র লোকের দল
আমায় ভদ্রতার সংগাটা শেখাবে?
ওহে সব সভ্য লোকের দল
আমায় সভ্যতার পথটা দেখাবে?
ভীত যত মৃগ শাবকে
ভদ্দরনোক তুই মারিস চাবকে
আহা এমন ভদ্র মিলে কজন
এ ভদ্রতার মুখোশ তোমার কে সরাবে?
বাড়িওয়ালার ঘর তুই কেড়ে
বাড়ি মারতে আসিস তেড়ে
বাড়াবাড়ি রকম সভ্য তোরা
হায়! বদ্ধ পাগলও হেসে খাবি যে খাবে!
অবলা নারী শিশু করে রে গুম
ও নর! সুখে কেমনে তোর আসে রে ঘুম
তুই মানবতার কেমন ফেরিওয়ালা!
ও পশু, তোকে মানুষ বলে কে চেনাবে?
আহা! চোরের মায়ের বড় গলা
পেটে জিলাপি, বাইরে কলা
চোরে চোরে মাসতুতো ভাই
আর গাঁটকাটাকে চোরের সাক্ষী বানাবে!
মুখে তোমার কথা মিষ্ট
পেটে পেটে মহা অনিষ্ট
বাইরে ফিটফাট ভিতর উজলা
দলাদলির মুখোশ একদিন ঠিক লুটাবে!
কাকের বাসায় কোকিলের ছা
জাত স্বভাবে করে যে রা
যার যা বোঝার সে বুঝে তা
ও ধন! মুখ খুললেই ধরা যে খাবে!