আমি এক মৃতদেহ
পরে আছি হিমশীতল লাশবাহী যানে
নিয়ে অচল অসাড় তনু আমার
অ্যাম্বুলেন্সকেও ছাড় দিতে চায় না কেহ
তার তীব্র সাইরেন যদিও কপাট লাগায় কানে
তবু কারও সময় নেই এতটুকু থামার
ভীষণ তটস্থ এ মানব জনমে
এতটুকু ফুরসত কোথা
তাকাবার হায় ডানে বা বামে
কে কোথা কাঁদে শরমে বা মরমে
কার মনে কেন বাজে হায় ব্যথা
কে রোদে পুড়ে আর কে ভিজে ঘামে
কে রিকশায় চড়ে পথ ধায়
আর কেই বা যায় বাসে ট্রেনে
আর কোনজনই বা চিরবিদায় নেয় চড়ে অ্যাম্বুলেন্সে
হায় মানব! পাক খায় আর বাঁক খায়
ধরিত্রীর নিয়ম অনিয়ম যত মেনে
দুনিয়াকে দেখে সদা রঙিন এক লেন্সে
হায় তারা হয়তো জানেনা আজ মিনিট বিশেক আগে
ঝটিকা বেগে আমিও ছেড়েছি আপন নিলয়
সারতে হবে বিস্তর কাজ সারা দিনমানে
নিত্যদিনের মতো শত সহস্র চিন্তার ঢেউ এসে লাগে
মনের ভাবনা ঘুরে মরে কোনো এক অদৃশ্য আলোয়
দিশাহারা হয় বুঝি মরিবার পানে
হন্তদন্ত আনমনা পথচলার কোনো এক ফাঁকে
একটি অ্যাম্বুলেন্স তার জীবনবাজি এগিয়ে চলার ধারায়
মুহূর্তে আমায় নির্জীব করে দিয়ে
অবলীলায় ধেয়ে যায় কোনো এক গুরুতর অসুস্থ মাকে
জীবন ফিরিয়ে দেবার শ্বাশত তাড়ায়
আমার সকল ব্যস্ততার প্রাণপাত কেড়ে নিয়ে।
হায় ব্যস্ততা ত্রস্ততা ইঁদুর দৌঁড় দিশাহারা তাড়া
দাড়া, তোরা একটু দাড়া
প্রাণ না থাকলে মম লাশসম সবই মূল্যহারা!