এ কোন্ সত্য তুমি শুধালে আমায়
নিমিষে জীবন করে দিল মিছে,
এ কোন প্রদীপ জ্বালালে গো হায়!
জীবন আঁধারে গেল যে মিশে!
যে সত্য হানে মিথ্যার যাতনা
দুঃখে সাজায় সুখের ভাবনা
স্বপ্নে করে দুঃস্বপ্ন রচনা
চেনাকে থরে বানায় অচেনা
জীবন নাশে মিথ্যা-বিষে
(বলো) এমন সত্যের দরকার কিসে!
যে প্রদীপ আনে রিক্ত তমসা
নিরাশায় ভাসায় চিত্ত-ভরসা
কৃষ্ণতায় ডুবে দীপ্ত-ফরসা
দিবসে টুটে ঘোর-অমানিশা
জীবন হারায় আঁধারে দিশে
(বলো) এমন প্রদীপ দরকার কিসে!
চাইনা এমন সত্যের ঝলক
চাইনা এমন প্রদীপের আলোক
বলো, যা বলেছি তা মিথ্যা অমূলক
বলো, যা জ্বেলেছি তা মরিচীকা-পুলক
মিথ্যাই থাকুক মম মনের শীষে
আলোর প্রদীপ নিভুক আঁধারে পিষে।।