জান্নাত পাবার তরে মাগো
ভালোবাসি না আমি তোকে,
বরং তোকে ভালোবেসেই
জান্নাতের দেখা কামি পরলোকে।
সকল প্রিয়জনে সঙ্গী করি
রহিতে জান্নাতে সুখে
অনন্ত সাধ জাগে দিবানিশি
আমার এ ক্ষুদ্র বুকে।
আমি যদি হই জাহান্নামী
জান্নাতের হিসেব চুকে
তোকে যেন তবু বিশ্ববিধাতা
রাখেন জান্নাতে সুখে।
(নভেম্বর ৩০ ২০২২, রাত ৯:২৯, সিডনি)