একপাশে বিশাল মালভূমি।
তার মধ্যখান হতে মহাদিগন্ত চিড়ে
সোজা নীচের দিকে নেমে গেছে
এক ক্রমোন্নত লম্বাটে পর্বতমালা।
মালভূমি ঘেঁষে পর্বতমালার দু’পাশে
বয়ে গেছে দু’টি ফটিক-জলা হ্রদ।
যার তীর ধরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে
অজস্র ঘন-কালো বৃক্ষের সারি।
হ্রদের স্বচ্ছ পানির গভীরতা
কেমন যেন ভীতি জাগায় মনে।
আশ্চর্যজনকভাবে এর পানিও লোনা।
কিন্তু এর উষ্ণ জলে রয়েছে
কী এক অসীম মায়ার জাদু।
যা প্রতিনিয়ত আমাকে টেনে নিয়ে যেতে চায়
এর অনন্ত স্বচ্ছ জলের গভীরে।  
আমার ব…ড় ইচ্ছে হয় -
এ লোনা-স্ফটিক-উষ্ণ জলে
সকল ভয় কাটিয়ে
স্বপ্নের সাঁতার কাটি
আজীবন।