জানো?
আজকাল হ অক্ষরটি দেখলেই
মনে হয় তোমাকে দেখছি।
হ এর মাঝে আমি তোমার
সুন্দর মুখের প্রতিচ্ছবি খুঁজে পাই।

হ মানে একপ্রস্থ শুভ্র দন্ত
মুক্তোর মতো জ্বলে যা
প্রভাতরবির বর্ণিল কিরণছটায়।
কিংবা হ মানে -
কোন এক মানস প্রতিমার অদৃশ্য প্রেতাত্মা।
ক্ষণে ক্ষণে যা ডেকে যায় কোন স্বর্গপুরী হতে।
হ মানে বিষাক্ত নীল ছোবল -
পলে পলে দংশে যা কোমল অলিন্দ নিলয়কে।

হয়তোবা হ মানে -
মনোহারী বসন্তমলয় -
ঝর্ণার কল্লোল -
বালুকাবেলায় নীল ঢেউয়ের আছড়ে পড়া।
কিংবা হ মানে -
এক স্বপ্নের দেবী।

না, তাও নয় -
হ মানে -
হাসি!
এক স্বর্গীয় স্বপ্নিল হাসি!!
যা একক, অনন্য!!!
যার সত্তা কেবলই একজন।
সে তোমার হাসি।
হ মানে তাই।


সায়েন্স লাইব্রেরী, ঢাবি
৪/৪/২০০০, সন্ধ্যে ৭.২৫টা