হে প্রভু, তুমি করুণাময়
(তাই) তোমায় করি না ভয়।
(জানি) তব নামের গুণে,
(আমি) রোজ হাশর ভূমে,
সব বাঁধা করিব জয়।।
(প্রভু) তুমি দয়ার সাগর
(জানি) বান্দার মায়ায় কাতর।
তুমি রহমান রহিম,
তুমি মহামহিম।
তুমি গফুর, গাফ্ফার,
(তুমি) আর-রউফ, আল-বার।
এমনই দয়াল মালিক তুমি,
মনে ধরি না সংশয়।।
আমি একবার ডাকলে
(তুমি) দাও দশবার সাড়া,
আমি হেঁটে গেলে
তুমি দৌড়ে সারা।
আমি এক গুণ দিলে,
(জানি) সত্তর গুণও মিলে।
এমন মহান দাতা তুমি
(তাই) কোন ডরি না ক্ষয়।।
সিডনী, অস্ট্রেলিয়া
২২/০২/২০, ৫.৩৭টা