হাসি, তব হাসি
বিধাতা দিয়েছেন যাকে
পিছু চলার, কিছু বলার
নেই প্রয়োজন তাকে।
হাসি, তব হাসি
মাঝে মাঝে মনে হয় কত ভালোবাসি।
যবে ফাগুনবেলার শীতল সমীরণ
নিমিষে জুড়ায় তনুমন
ক্লান্ত পথিক খুলি আবরণ
জিরোয় কিছুক্ষণ
বটচ্ছায়ে বসি।
সেইরূপ তব হাসি
মোর হৃদয়ে আসি
বাজায় সুখের বীণ
হৃদয়েতে চিন্ চিন্
মনে হয় চিরদিন
তব প্রেমের সাগরে ভাসি।
হাসি, তব হাসি
মাঝে মাঝে মনে হয় সর্বনাশী।
যবে গ্রীষ্মের উষ্ণ মলয়
হৃদয়ে জাগায় ভয়
এই বুঝি মহাপ্রলয়
সবকিছু করে লয়
রুদ্র কালবোশেখি আসি।।
তদ্রূপ তব হাসি
নেয় বুঝি গোগ্রাসি
আমার জীবন-মন
রুদ্র বায়ু শন্ শন্
আনিবে অকাল মরণ
পরিয়ে প্রেমের ফাঁসি।।
তবুও তব হাসি
চিরদিন অবিনাশী
বহাবে সুখের নদী
কল্ কল্ নিরবধি
মৃদু ঝংকারে
এ হৃদি-মাঝারে
বাজাবে প্রেমের বাঁশি।।
কক্ষ নং ১০০৬, ফহ, ঢাবি
১১/১২/১৯৯৯ খ্রি., দুপুর ১২.১৫টা