কতজনের সাথে রোজ কথা বলি
ওগো কতজনের রোজ শুনি গান,
সখি, বিশ্বসভায় হেরিনু কোথাও
তব কণ্ঠযাদুর সেই মায়াবী তান।।
কী যে ঐন্দ্রজালিক আবেশে ঘিরে
সখি, রইতো তোমার কন্ঠসুধা,
সারা দিনমান শ্রবণ করিলেও হায়
মিটতো না মোর অন্তরক্ষুধা।
ভাবতাম, কেন সময় বহে এত দ্রুত!
আরো শুধাও, আরো কিছু হই যে শ্রুত!
তব কথার মন্ত্রমধু আকণ্ঠ করি পান।।
‘’ হয় যদি বদনাম হোক আরো …”
কলে, রেকর্ডারে, সেতারে, বেতারে,
জীবনে শুনেছি কত হাজার বার
কিন্তু অমন গাইতে পারে কে তারে!
তব গাওয়া গান আজো বাজে হৃদে!
জানি না কোথায় আছে আজো বিঁধে!
তব কণ্ঠের সেই আকুল গাওয়া গান।।
এমন ইন্দ্রকন্ঠ এমন মোহিনী সুর
জানি না কোথা বাজে আজ, হায় কতদূর?
সেই যাদুর বাঁশি হায় যাদুমন্ত্র ভরিয়া,
আজো কি কোন হৃদয় রাখিছে ধরিয়া?
সেই সুরে আজ কে হয় মাতাল?
কোন সে সঙ্গীতে কাঁপে মর্ত্য পাতাল?
হায়! মম চিত্তে বহিয়ে উতল অতল বান।।