ঊষা হতে যাচ্ছ খেলে নানা রঙের খেলা
খেয়াল আছে ওইদিকে যে যাচ্ছে বেড়ে বেলা?

বন্ধু বহর নিয়ে সাথে, খেলছ খেলা মজার
ওইদিকে যে সময় হলো শেষের ঘণ্টা বাজার!

রঙ্গভরে সঙ্গ দিচ্ছ ভালো মন্দ সবায়
স্মরণ আছে যেতে হবে সেই সে মহা সভায়?

কোচড় ভরে চুরি করে খাচ্ছ গাব ও ডাব
ভাবছ কভু নালিশ গেলে দিবে কী জবাব?

হরষ ভরে খেলছ থরে বউচি, কানামাছি
বিবেক তোমায় বলছে ডেকে তুমি কানা মাছি?

আপনমনে যাচ্ছ খেলে গাউচ্ছা, গোল্লাছুট
দেখছ ভেবে গোল্লায় যাচ্ছে তোমার যত ছুট!

খেলার ভিতর খেলা খেলে যাচ্ছ তুমি জিতে
এই জেতাই কি পরম জেতা? নয় বিপরীত হিতে!

খেয়াল আছে খেলতে খেলতে বিকেল হলো ভারি
এখন প্রস্তুত হতে হবে যেতে আপন বাড়ি।

যতই নাচো সন্ধ্যে হলে ফিরতেই হবে ঘরে
খেলানাচা হয় না যেন দুঃখের কারণ পরে।