ইয়ে মালিক! ক্ষমা করুন এ অধম দাসের অপরাধ
জীবন-ভর আলসেমি করে সব করেছি বরবাদ।।
জমিনে পাঠিয়েছেন আপনি সোনার ফসল ফলাতে
রঙ্গেরসে পার করেছি দিন নিষ্ফল অলস চলাতে
তাই জমি আমার আজ ভরে গেছে বুনো আগাছায়
হায়! সামনে পিছে দেখি মালিক শুধু ধুধু মরু-ছায়
এখন ভয়ে আমার নিদ যে ফুরোয় করি আর্তনাদ।।

কথা দিয়েছিলাম সোনার ফসল তুলব সোনার ঘরে
হায় অনাযত্নে অনাচারে ফসল গেছে চিটায় ভরে
এখন সময়শেষে ফিরলো আমার ভুলে ভরা চেতন
শূন্যহাতে ফিরে মালিক আমি কিভাবে চাই বেতন
মাফ করে দিন দয়াল মালিক আমি করছি ফরিয়াদ।।


সিডনি, অস্ট্রেলিয়া
১৪/০১/২০২২, রাত ১০ঃ১২টা