এখনো হাসো কি তুমি তেমনি করে?
পূর্ণিমা নিশীথে জোছনার কণা যেমনি ঝরে!
এখনো কি তব হাসি দেখে
লাজে রাঙে চাঁদনী যামিনী?
এখনো কি তব হাসির ছটায়
বিকশিতে ভুলে শুভ্র কামিনী?
আমি জানি না, শুধু জানি
তব হাসির রিনিঝিনি
হৃদয়ে আজো জাগায় কাঁপন থরে থরে।।
বসন্ত-ছোঁয়া যেমনি করে
মাতম জাগায় কৃষ্ণচূড়ায়,
তেমন কি তব হাসির অনল
আজো কারো হৃদয় পোড়ায়?
আমি মানি না, শুধু মানি তা
তব হাসির মোহময়তা
আজো হৃদে বাজায় বাঁশি কুহক স্বরে।।
মো. রফিকুল ইসলাম
৩২৪ ফহ, ঢাবি
৭/৫/২০০১ খ্রি. বিকাল ৪.৩০টা।