যতই চাহো যুবক সাজতে যতই ধরো ছদ্মবেশ,
সময়ে সবই শুভ্র হবে শ্মশ্রু কিংবা পদ্মকেশ।
মুরগী কি আর ময়ূর হবে পাছায় দিলে স্বর্ণপুচ্ছ?
মাছি কি মৌমাছি বনে কুসুম চুমলে গুচ্ছ গুচ্ছ?
কোকিল অন্ডে তা দিলেই কি কাক কখনো হয় কোকিল?
কালো রঙের লোম ধরিলেই ছাগ কি কভু হয় উকিল?
ডোরাকাটা দাগ থাকিলেই বিড়াল কি আর হয় চিতা?
মুখে মধু ধারণ করলেই শত্রু কভু হয় মিতা?