আজি হতে যুগলবন্দীর ১৮ সাল চলিছে, তবু
তোমার চাওয়া মেনে এখনো সংসার গড়িনি প্রভু।
তব বিধান মেনে নিজে চলিনি, চালাইনি অর্ধাঙ্গী
আপন খেয়ালে চলেছি সদা, যেন সম্রাট সম্রাজ্ঞী।
বধুকে পারিনি পর্দানশীন করতে, পরিপূর্ণ নামাজী
পরস্ত্রী হতে আপন চোখকেও বিরত করিনি আজি।
পুরুষেরও পর্দা রহিয়াছে - নিজ নজর সংযত করা
মানিনি তা সহীহ মতো আজো, ধরাকে মেনে সরা।
স্ত্রীকে দেইনি কোরান সুন্নাহর সকল বৈধ অধিকার
বাধার কথাও অবাধে বলিনি, কষ্ট লাগে যদি তার।
একালের ক্ষণিক কষ্টেরে ভাবিয়া, নাশিয়াছি পরকাল
এমনি অবার ভুলের মেলায় পার হয়েছে কত কাল।
আজ হতে প্রভু, চাহিনা করিতে আবার এমন ভুল
খোদায়ী আইন হতে সরে নাহি যেন যাই এক চুল।
আমারে বানাও পেয়ারের বান্দা, প্রিয়ারেও বান্দি
আপনার তরে সে যেন কাঁদে, আমিও যেন কান্দি।
অনাগত দিনে সংসার যেন চালাই শরীয়াহ মেনে,
যুগল জীবন ভরে উঠে যেন জান্নাতী সুখ ও প্রেমে।
দুনিয়াবী চাওয়ায় এ মন যাতে হয় না কভু বিভ্রান্ত,
স্বর্গীয় বাসনায় এ যুগলজীবন হয় যেন উদভ্রান্ত॥
(সিডনি, অস্ট্রেলিয়া
৭/১০/২০২২ খ্রি, রাত ১১।৩৩টা)