কিঞ্চিত মনে হয় বেপথু হয়েছে হিংস্র বাঘের দল
(তাই) বাজিছে চতুর্দিকে গগন’দারী আর্ত-কোলাহল
ব্যাঘ্র-দুর্দশা ব্যথিত হইয়া
মৃগ-শাবকদল গুমরে কাঁদিয়া
প্লাবিছে বক্ষ-পিঞ্জর সহিতে না পেরে বিষাদ-শতদল
ছিন্ন হয়েছে শতকোটি আশা, হৃদয় হয়েছে শোক-বিহবল।।
ওরে কাঁদিস না অমন করে, মনে রাখিস না কোন শঙ্কা
শীঘ্রই বাজিবে সম্মুখ সমরে টাইগার বিজয়-ডঙ্কা
পারস্য উপসাগর অতলে
ডুবিবে সকল শত্রু দলে
ব্যাঘ্র-থাবায় পিষ্ট হয়ে সকলে লভিবে চরম অক্কা
বঙ্গ শার্দূলাঘাতে বহিবে বন্যা - শুধু চার আর ছক্কা।।