এ জগতের সর্বত্রই ব্যথা, তাই
বারেবারে আমি শুধু ব্যথা পাই।।

যদি আমি চাই কাউকে ভালোবাসতে
সে তো চায় না আমার কাছে আসতে
সে চায় না আমার মন বুঝতে
যদিও আমি তা  খুঁজতে চাই।।

যদি আমি চাই একটু হাসতে
হাসির বদলে হয় কাঁদতে
সে চায় আমার হৃদে আঘাত হানতে
যদিও আমি তারে বুকে টানতে চাই।।

আমি চাই তাকে ভালোবাসা দিতে বুক ভরে
সে চলে যেতে চায় বহুদূরে
সে থাকতে চায় না বাহুডোরে
যদিও আমি তারে রাখতে চাই।।

আমি চাই তাকে দিতে ফুলের সৌরভ, মিছে
সে চায় দংশিতে কাঁটার বিষে
কাঁটার আঘাত সয়েও পিছে
তারে ফুল উপহার দিতে চাই।।

আমি চাই তাকে নিয়ে দেখতে রঙীন স্বপ্ন
(কিন্তু) সে তো চায় না সে শুভ-লগ্ন
(তবু) তার লাগি এ মন কেন মগ্ন
যদিও আমি বারেবারে ব্যথা পাই।।