আয় ঘুম ঘুমরে
আয় আয় ঘুম
আমার বুড়ির চোখে
দিয়ে যা ঘুম।

আয় ঘুম ঘুমরে
আয় আয় ঘুম
তোর কপালে দিব
একশটা চুম।

আয় ঘুম ঘুমরে
আয় আয় ঘুম
দিমু তোরে পান্তাভাত
সাথে পিঁয়াজ নুন।

আয় ঘুম ঘুমরে
আয় আয় ঘুম
এক কোষ তেল দিমু
পান ও চুন।

আয় ঘুম ঘুমরে
আয় আয় ঘুম
রেগে গিয়ে নইলে তোরে
করব গুম।

আয় ঘুম ঘুমরে
আয় আয় ঘুম
আরো দেরি করলে
মারব বুম।

ভালো যদি চাস তুই
চলে আয়, হুম
লেগে যাক এখুনি
ঘুমের ধুম।

আয় আয় ঘুমরে
আয় আয় ঘুম…
আয় আয় ঘুম…
আয় ঘুম ঘুম
ঘুম ঘুম ঘুম
ঘুম ঘুম ঘুম
ম ম ম
- - -